স্বেচ্ছায় রক্তদান শিবির

 


স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন কোচবিহার জেলার দিনহাটার নিগমনগরে


নিগমনগর :  


আবহাওয়ার প্রতিকূলতাকে হার মানিয়ে রক্তদানের মধ্য দিয়ে মানব সেবায় নজির গড়লো  কোচবিহার জেলার দিনহাটা মহকুমার  দিনহাটা ১ নং ব্লকের  দিনহাটা ২ নং গ্রাম পঞ্চায়েতের নিগমনগর নিগমানন্দ সারস্বত আশ্রম  ।


ঠাকুর মহারাজের ১৪৪ তম জন্ম উৎসব উপলক্ষে নিগমানন্দ যুব সংঘের ব্যবস্থাপনায় ও দিনহাটা মহকুমা হাসপাতালের সহযোগিতায় এক মহতী রক্ত দান শিবির অনুষ্ঠিত হলো  নিগমানন্দ সারস্বত আশ্রমে ।


উক্ত রক্ত দান শিবিরে উপস্থিত ছিলেন আশ্রম অধ্যক্ষ শ্রীমৎ জগদানন্দ সরস্বতী,  ধীরেন্দ্রনাথ বর্মন, দীনেশ চন্দ্র রায়  সহ আরো অনেকে । 


এই মহতী রক্ত দান শিবিরে স্বেছায় ১৮ জন রক্তদাতা রক্ত দান করে  সম্পূর্ন অনুষ্ঠান টি সাফল্য মন্ডিত করে তোলেন ।

1 Comments

Post a Comment

Previous Post Next Post