নিগমনগর নিগমানন্দ মর্নিং ইউনিটের ১৩ জনের কেন্দ্রীয় বাহিনীতে চাকরিতে সাফল্য,

 নিগমনগর নিগমানন্দ মর্নিং ইউনিটের ১৩ জনের কেন্দ্রীয় বাহিনীতে চাকরিতে সাফল্য, সংবর্ধনা অনুষ্ঠান 

নিগমনগর নিগমানন্দ মর্নিং ইউনিট থেকে মোট ১৩ জন যুবক কেন্দ্রীয় বাহিনীতে চাকরিতে সাফল্য অর্জন করায় এলাকাজুড়ে খুশির আবহ তৈরি হয়েছে। সফল প্রার্থীরা হলেন— সীমান্ত বর্মন, মানস বর্মন, চন্দন বর্মন, সুদিপ বর্মন, সৌরভ বর্মন, ছোটন সরকার, ভার্গব বর্মন, মুর্শিদ আলম, রাজীব রায়, রাজ বর্মন, বিক্রম বর্মন, গোপাল বর্মন ও অসীম বর্মন।

এই গৌরবজনক সাফল্য উপলক্ষে আজ নিগমনগর নিগমানন্দ মর্নিং ইউনিটের পক্ষ থেকে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মর্নিং ইউনিটের প্রধান উপদেষ্টা কৃষ্ণ কান্ত ভৌমিক, সভাপতি শিরীষ বর্মন ও হিসাব রক্ষক প্রসেনজিত ভৌমিক।


এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনোতোষ বর্মন, পাপাই বর্মন, কেশব সরকার, বিপ্লব বর্মন সহ আরও অনেক বিশিষ্ট সদস্য ও শুভানুধ্যায়ীরা। অতিথিবৃন্দ সফল প্রার্থীদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং আগামী দিনে দেশসেবায় নিজেদের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনের আহ্বান জানান।


এই সাফল্য নিগমনগর নিগমানন্দ মর্নিং ইউনিটের জন্য এক গর্বের মুহূর্ত বলে মনে করছেন এলাকাবাসী।

Post a Comment

Previous Post Next Post