ইতিহাস ষষ্ঠ শ্রেণি||দ্বিতীয় অধ্যায়||১ নম্বরের প্রশ্ন উত্তর||ভারতীয় উপমহাদেশে আদিম মানুষ ![]() |
| class 6 history 2nd chapter |
ষষ্ঠ শ্রেণীর ইতিহাস দ্বিতীয় অধ্যায়| ভারতীয় উপমহাদেশে আদিম মানুষ| class 6 history 2nd chapter
____________________________________
1. কীসের ভিত্তিতে আদিম মানুষের মধ্যে শ্রেণিবিভাগ করা হয়েছিল?
উঃ- মস্তিষ্কের আকারগত বৈশষ্ট্যের ভিত্তিতে।
2. এপ থেকে বিবর্তিত হওয়া প্রথম মানুষের নাম কী?
উঃ- অষ্ট্রালোপেথিকাস।
3.‘হোমোহাবিলিস’ কথার অর্থ কী?
উঃ- দক্ষ মানুষ।
4. লুসির কঙ্কাল আফ্রিকার কোথায় পাওয়া গিয়েছিল?
উঃ- ইথিয়পিয়ার হাদার নামক স্থানে।
5. ভারতীয় উপমহাদেশের সবথেকে পুরোনো পাথরের অস্ত্র কোথায় পাওয়া গেছে?
উঃ- কশমীরের সোয়ান উপত্যকায়।
6. হোমো ইরেকটাস প্রজাতির নিদর্শন ভারতের কোথায় কোথায় আবিষ্কৃত হয়েছে?
উঃ- কর্ণাটকের হুন্সগি উপত্যকায়, রাজস্থানের দিদওয়ানা মহারাষ্ট্রের নেভাসাতে।
7. প্রথম কোন্ মানুষ পাথরকে অস্ত্র হিসেবে ব্যবহার করত?
উঃ- হোমো হাবিলিস।
8. প্রথম আগুনের ব্যবহার শিখেছিল কোন্ মানুষ?
উঃ- হোমো ইরেকটাস।
9. কারা প্রথম হাতকুঠার বানিয়েছিল?
উঃ- সোজা হয়ে দাঁড়াতে পারা মানুষ বা হোমো ইরেকটাস।
10. ‘হোমোস্যাপিয়েন্স’ কথার অর্থ কী?
উঃ- বুদ্ধিমান মানুষ।
11. খাদ্য সংগ্রাহক ছিল কোন্ পাথরের যুগের মানুষেরা?
উঃ- পুরানো ও মাঝের পাথরের যুগের।
12. পুরোনো পাথরের যুগের মানুষ কোথায় থাকত?
উঃ- খোলা আকাশের অথবা গুহায়।
13. মানুষ ও তার কাজকর্ম নিয়ে যে ইতিহাস তার নাম কী?
উঃ- মানুষের ইতিহাস।
14. চিড়িয়াখানায় ছাত্রছাত্রীরা কী দেখে দিদিমণিকে জিজ্ঞাসা করেছিল যে মানুষ আগে সেরকম ছিল কি না?
উঃ- শিম্পাঞ্জি।
15. লক্ষ লক্ষ বছর আগে পৃথিবীর স্থলভাগ কীসের দ্বারা আবৃত ছিল?
উঃ- ঘন জঙ্গল।
16. প্রকৃতির ধীর গতিতে পরিবর্তনের ধারাকে কী বলে?
উঃ- বিবর্তন।
17. আদিম কথার মানে কী?
উঃ- খুব পুরোনো।
18. পশুপালন ও কৃষিকাজ কোন্ পাথরের যুগের মানুষের জীবিকা ছিল?
উঃ- নতুন পাথরের যুগের।
19. বনে লাগা আগুনকে কী বলে?
উঃ- দাবানল।
20. কোন্ বিষয় মানুষকে যে-কোনো পরিবেশে মানিয়ে নিতে সাহায্য করেছিল?
উঃ- মানুষের সংস্কৃতি।
21. আদিম মানুষ কোন্ যুগে কৃষিকাজ শিখে স্থায়ী বসতি গড়ে তুলেছিল?
উঃ- নতুন পাথরের যুগ।
22. কোন যুগে মানুষ চাকার ব্যবহার শেখে?
উঃ- নতুন পাথরের যুগ।
23. পুরোনো পাথরের যুগের মাঝের পর্বের প্রধান হাতিয়ার কী ছিল?
উঃ- ছুরি।
24. আদিম মানুষের প্রথম ও সর্বশেষ গৃহপালিত পশুর নাম কী?
উঃ- প্রথমে কুকুর এবং সর্বশেষে ঘোড়া।
25. মানুষ কীভাবে আগুন জ্বালাতে শেখে?
উঃ- পাথরে পাথরে ঠোকাঠুকিতে ।
26. ‘লুসি’ কী?
উঃ- অস্ট্রালোপিথেকাস জাতীয় মানুষের কঙ্কাল।
27. লুসি কত খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয়?
উঃ- ১৯৭৪ খ্রীষ্টাব্দে।
28. মধ্যপ্রদেশের কোথায় এক লক্ষ ত্রিশ হাজার বছরের পুরোনো মানুষের মাথার খুলি পাওয়া গেছে?
উঃ- নর্মদা উপত্যকায়।
29. ভীমবেটকা কীসের নিদর্শন?
উঃ- গুহাবসতির নিদর্শন।
30. ভীমবেটকা কোথায় অবস্থিত?
উঃ- মধ্যপ্রদেশের ভূপালে।
31. কত খ্রিস্টাব্দে ভীমবেটকার সন্ধান পাওয়া গেছে?
উঃ- ১৯৫৭ খ্রীষ্টাব্দে।
33. হুন্সগি উপত্যকা কোথায় অবস্থিত?
উঃ- কর্ণাটকের গুলবর্গা জেলায়।
34. কাথটা হাল্লা খাল কোথা দিয়ে প্রবাহিত?
উঃ- কর্ণাটকের গুলবর্গা জেলার হুন্সগি উপত্যকায় ইসামপুর গ্রামের পাশ দিয়ে প্রবাহিত।
35. আফ্রিকার পূর্বাংশের ঘন জঙ্গলের লেজবিহীন বড়ো বানরকে কী বলা হত?
উঃ- এপ।
36. দু-পায়ে হাঁটা, হাতের ব্যবহার ও লম্বা মেরুদণ্ড কোন্ প্রাণীর বৈশিষ্ট্য?
উঃ- মানুষ।

Post a Comment