নিগমনগর , ৯-ই মার্চ : পারস্পরিক যোগাযোগ বাড়াতে এই প্রথম দুপক্ষের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করে প্রত্যন্ত এলাকা নিগমনগরের নিগমানন্দ সারস্বত বিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক 2000 সনের প্রাক্তন ছাত্ররা।
এদিন বিদ্যালয়ের মাঠে টসে জিতে প্রথম ব্যাট করতে নেমে নির্ধারিত ১২ ওভারে ৫ উইকেট হারিয়ে ৮৮ রান করে প্রাক্তনীরা । জবাবে ব্যাট করতে নেমে ১১ ওভারে ২ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেন ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনির্বাণ নাগ জানান আগামী ২০২৫ সালে বিদ্যালয়ের ৭৫ তম বর্ষ উপলক্ষ্যে প্রীতি রি- ইউনিয়ন ক্রিকেট কাপ চালু করার ইচ্ছা রয়েছে । সকল প্রাক্তনীদের বিদ্যালয়ে যোগাযোগ করার আহ্বান জানান। এছাড়াও বিদ্যালয়ের প্রাক্তনী দের পক্ষ থেকে কিছু গাছের চারা বিদ্যালয়ের হাতে তুলে দেয়।

Post a Comment