LETTER WRITING 

" Hearts meet in letters " :: চিঠি দুটি মনকে কাছাকাছি এনে দেয়। 

Kinds of Letter : 

চিঠির প্রকার

1) personal letter (ব্যক্তিগত চিঠি ) :-

personal letter কোনো ব্যক্তি বিশেষকে লেখা হয়। এর জন্য একজন ব্যক্তিই নির্দিষ্ট আছে। অন্য কেউ এই চিঠি পড়বে না।  যথা - বন্ধুকে লেখা, মা, বাবা, কাকা, কাকী , পিসি ,দিদি , ছোট ভাই, বোন, কোনো বন্ধু বা বান্ধবীকে লেখা। 

যথা - Headmaster, Postmaster, Panchayat Prodhan, Chairman (Municipality), Editor কে (কোনো কাগজের) লেখা ইত্যাদি। 


2) Official Letter (অফিসে লেখা চিঠি ) :- 

Official Letter কোনো অফিসের প্রধান পদাধিকারীকে লেখা হয় - কোনো ব্যক্তি বিশেষকে নয় । যিনি যখন প্রধান পদে থাকবেন  , তিনি  চিঠি পড়বেন। ব্যক্তি বদলি হলে  অন্য যে ব্যক্তি  প্রধান পদে আসবেন , তিনি পড়বেন।  

Forms of Letter


পরবর্তী পর্বে চিঠির নমুনা দেওয়া হবে। 

Post a Comment

Previous Post Next Post