মা
স্ব- রচিত কবিতা
স্নেহের পরশ, মমতার আঁচল,
মা তুমি জগৎ, তুমিই কেবল।
আলো ঝলমলে ভোরের কিরণ,
অন্ধকারে তুমি পথের দিশা যেমন।
শত দুঃখের মাঝেও হাসিমুখ,
তোমার ছায়ায় জুড়ায় সকল দুখ।
বিনা শর্তে ভালোবাসা শুধু তুমি দাও,
আমার পৃথিবী, তোমাতেই শুরু, তোমাতেই শেষ তাও।
তোমার পায়ের তলে স্বর্গ বাঁচে,
তোমার কণ্ঠ অমৃত যেন বর্ষে।
এই বিশ্ব মাঝে তুমিই শ্রেষ্ঠ ধন,
মাগো, তোমায় জানাই শত শত প্রণাম।
- অনুপম মোদক
১১/০৫/২০২৫

Post a Comment