স্বাধীনতা দিবসে নিগমনগর নিগমানন্দ মর্নিং ইউনিটের ম্যারাথন দৌড়

 



 নিগমনগর:

দেশের ৭৯ তম স্বাধীনতা দিবস উদযাপনের প্রাক্কালে এক ব্যতিক্রমী উদ্যোগ নিল নিগমনগর নিগমানন্দ মর্নিং ইউনিট। এলাকার যুব সমাজকে সুস্থ জীবনযাত্রার প্রতি উৎসাহিত করতে আয়োজন করা হয়েছিল এক ম্যারাথন দৌড় প্রতিযোগিতার।







পাঁচ কিলোমিটার দীর্ঘ এই দৌড়ে পুরুষদের বিভাগে প্রথম স্থান অধিকার করেছেন দেবাশীষ বর্মন, দ্বিতীয় স্থানে বিক্রম বর্মন এবং তৃতীয় স্থানে অর্জুন মোদক। অন্যদিকে, মেয়েদের তিন কিলোমিটার দৌড় প্রতিযোগিতায় প্রথম হয়েছেন রিমা বর্মন, দ্বিতীয় নেহা অধিকারী এবং তৃতীয় স্থান পেয়েছেন সরস্বতী বর্মন।

এই সফল আয়োজনের অন্যতম কারিগর ছিলেন নিগমানন্দ মর্নিং ইউনিটের প্রধান উপদেষ্টা কৃষ্ণকান্ত ভৌমিক। তিনি এই উদ্যোগ সম্পর্কে বলেন, "স্বাধীনতার এই দিনে আমরা শুধু দেশের বীর শহীদদের স্মরণ করি না, বরং সুস্থ ও সবল জাতি গঠনের শপথও নিই। আজকের এই দৌড় প্রতিযোগিতা সেই শপথেরই প্রতিফলন। আমাদের বিশ্বাস, এই ধরনের কর্মসূচি আগামী প্রজন্মের মধ্যে নতুন করে দেশপ্রেম ও সুস্থতার বার্তা পৌঁছে দেবে।"

এই পুরো অনুষ্ঠানটি সুচারুভাবে পরিচালনা করেন সংস্থার সদস্য সন্দীপন দাস, শিবসাগর রায়, উজ্জ্বল বর্মন, প্রসেনজিত ভৌমিক এবং সভাপতিত্ব করেন শিরীষ বর্মন। সফলভাবে এই দৌড় সম্পন্ন হওয়ায় অংশগ্রহণকারী এবং আয়োজক উভয় পক্ষই অত্যন্ত আনন্দিত।




Post a Comment

Previous Post Next Post