নিগমনগর মেলার মাঠ মা কালী সংঘে দীপাবলি উপলক্ষ্যে জমজমাট কালী পূজা ও চারদিন ব্যাপী উৎসব
নিজস্ব প্রতিবেদন:
দীপাবলি উপলক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবারও নিগমনগর মেলার মাঠ মা কালী সংঘে অমাবস্যা তিথিতে মহাসমারোহে কালী পূজা অনুষ্ঠিত হলো। মা কালীর আরাধনা এবং পূজার্চনা উপলক্ষে ক্লাব প্রাঙ্গণে চার দিন ব্যাপী এক বর্ণাঢ্য উৎসবের আয়োজন করা হয়েছিল।
পূজার পাশাপাশি এই উৎসবে ছিল নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রতিযোগিতা মূলক খেলা। মহিলাদের জন্য ছিল আকর্ষণীয় প্রতিযোগিতা মূলক খেলার ব্যবস্থা। খুদেদের জন্য আয়োজন করা হয়েছিল 'বসে আঁকো প্রতিযোগিতা' এবং 'সৃজনশীল দক্ষতার বিকাশ মূলক প্রতিযোগিতা'। সব প্রতিযোগিতাগুলিতেই অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
এই বিশেষ দিনে ক্লাবের পক্ষ থেকে বিশিষ্ট প্রবীণ চিত্র শিল্পী ও অঙ্কন অধ্যক্ষ মাননীয় শ্রী হরিদাস সাহা মহাশয়কে সম্মাননা প্রদান করা হয়। এই ধরনের উদ্যোগ এলাকায় শিল্প ও সংস্কৃতির প্রতি আগ্রহ বাড়াতে সহায়ক হবে বলে মনে করেন ক্লাব কর্তৃপক্ষ। সব মিলিয়ে মা কালী সংঘের এই বছরের কালী পূজা ও উৎসব স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করেছে।

Post a Comment