দুর্গতদের সেবায় ব্রতী নিগমানন্দ সারস্বত আশ্রম, কোচবিহারে শুরু হলো বৃহৎ ত্রাণ কার্যক্রম

 দুর্গতদের সেবায় ব্রতী নিগমনগর নিগমানন্দ সারস্বত আশ্রম, কোচবিহারে শুরু হলো বৃহৎ ত্রাণ কার্যক্রম


কোচবিহার:

"জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর।" এই মহামন্ত্রকে পাথেয় করে কোচবিহার জেলার বন্যা আক্রান্ত পরিবারগুলির পাশে এসে দাঁড়িয়েছে নিগমনগর শ্রীশ্রী নিগমানন্দ সারস্বত আশ্রম। উত্তরবঙ্গে অপ্রত্যাশিত বন্যার কারণে যে সকল মানুষ চরম দুর্দশায় পড়েছেন, তাদের জন্য আশ্রমের আহ্বানে শুরু হয়েছে বৃহৎ ত্রাণ বিতরণ কর্মযজ্ঞ।

আশ্রমের সন্ন্যাসী ও কর্মকর্তারা নিরলস পরিশ্রম করে জোড়শিমূলী, কেদারেরহাট, গোপালপুর, নয়ারহাট এবং সংলগ্ন এলাকার বন্যাকবলিত মানুষদের হাতে ত্রাণ তুলে দিচ্ছেন। শুকনো খাবার, পানীয় জল, এবং নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সমন্বিত ত্রাণের বস্তাগুলি ইতিমধ্যে বিতরণের জন্য প্রস্তুত করা হয়েছে।

কোচবিহার জেলা নিগমানন্দ যুব সংঘের সক্রিয় তত্ত্বাবধানে এই মানবিক সহায়তা সুশৃঙ্খলভাবে চলছে। আশ্রম কর্তৃপক্ষ সমাজের সর্বস্তরের মানুষের কাছে এই সেবামূলক কাজে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আবেদন জানিয়েছেন।

সহযোগিতা করতে ইচ্ছুক ব্যক্তি বা সংস্থাগুলি নিম্নোক্ত নম্বরগুলিতে যোগাযোগ করতে পারেন:

৯০০২৪৯৩২১৫, ৯০০২১৫৭৩৫৭, ৮১১৬৩৩৩৩১৩, ৯৯৩২২৯৪৯১১।

Post a Comment

Previous Post Next Post