স্বামী নিগমানন্দ
জন্ম
নলীনীকান্ত চট্টোপাধ্যায়
১৮ আগস্ট ১৮৮০
কুতুবপুর, নদীয়া জেলা, ভারত / মেহেরপুর জেলা, বাংলাদেশ।
মৃত্যু
২৯ নভেম্বর ১৯৩৫ (বয়স ৫৫)
কলকাতা।
আখ্যা
পরমহংস, পরিব্রাজকাচার্য, সদগুরু।
গুরু
বামাক্ষ্যাপা, সচ্চিদানন্দ সরস্বতী, সুমেরুদাসজী, গৌরী দেবী।
দর্শন
তন্ত্র, জ্ঞান, বেদান্ত, যোগ, ভক্তি বা প্রেম।
তথ্যসূত্রঃ উইকিপিডিয়া

Post a Comment