মাদার টেরেসা
আজকের পোস্টে আলবেনীয় বংশোদ্ভুত ভারতীয় ক্যাথলিক সন্ন্যাসিনী এবং ধর্মপ্রচারক মাদার টেরিজা বা তেরেসার জীবনী সম্পর্কে আলোচনা করলাম। যেটিতে মাদার তেরেসার প্রারম্ভিক জীবন, কর্মজীবন, বার্ধক্য জীবন খুব সুন্দরভাবে বর্ণিত আছে।
মাদার টেরেসা
“কেবল সেবা নয়, মানুষকে দাও তোমার হৃদয়
হৃদয়হীন সেবা নয়, তারা চায় তোমার অন্তরের স্পর্শ।”
দুর্ভিক্ষের কালোছায়া যখনই নেমে এসেছে বা এক মুঠো অন্নের হাহাকার বুকফাটা কান্না যখনই ফুঁটে উঠেছে- ঠিক তখনই যুগ যুগ ধরে আবির্ভুত হয়েছেন ঈশ্বরের মূর্তিমতী জীবন্ত বিগ্রহ। তেমনই মাতৃহৃদয় মোহীয়সী অ্যাগনিশ গঞ্জা বোজাঝিউ ওরফে মাদার টেরেজা আবির্ভূত হয়েছেন।

Post a Comment