শিশু শিক্ষা ও শিশু মনস্তত্ত্ব প্রশ্ন উত্তর | Practice Set 4 With Answers
31. একজন শিক্ষক ক্লাসে ছাত্রদের প্রশ্ন করেন:
(a) ছাত্রদের ব্যস্ত রাখার জন্য
(b) শৃঙ্খলারক্ষার জন্য
(c) ছাত্রদের মনােযােগ আকর্ষণের জন্য
(d) শিক্ষাদানের জন্য
32. স্কুলে ক্লাসের অবসরে শিক্ষক কী করবেন?
(a) শিক্ষকদের ঘরে বিশ্রাম নেবেন
(b) লাইব্রেরিতে পত্র-পত্রিকা পড়বেন
(c) অফিসে অন্যান্য কর্মীদের সঙ্গে কথা বলবেন
(d) ছাত্রদের বাড়ির কাজ পরীক্ষা করবেন
33. ছাত্রদের মধ্যে একজন শিক্ষক সামাজিক মূল্যবােধ জাগিয়ে তুলতে পারেন:
(a) মহান মানুষদের কথা ছাত্রদের বলে
(b) শৃঙ্খলার বােধ জাগিয়ে তুলে
(c) আদর্শ আচরণের মাধ্যমে
(d) ছাত্রদের ভালাে গল্প বলে
34. গ্রামবাসীদের মধ্যে কোনও বিষয় নিয়ে উত্তেজনা তৈরি হয়েছে এবং আপনি গ্রামের শিক্ষক। আপনি কী করবেন?
(a) গ্রামপ্রধানকে বিষয়টি জানাবেন
(b) গ্রামবাসীদের শান্ত করার চেষ্টা করবেন
(c) পুলিশে খবর দেবেন
(d) গ্রামবাসীদের থেকে দূরত্ব বজায় রাখবেন
35. পরিবার হল:
(a) প্রথা বহির্ভূত শিক্ষার মাধ্যম
(b) প্রথাগত শিক্ষার মাধ্যম
(c) প্রথা বিবর্জিত শিক্ষার মাধ্যম
(d) দুরশিক্ষার মাধ্যম
36. ছাত্রদের স্কুলে খেলাধুলাে করা উচিত, কারণ:
(a) এতে তারা দৈহিকভাবে সবল হয়
(b) এতে শিক্ষকদের কাজ সহজতর হয়
(c) এতে সময় কাটানাে সম্ভব হয়
(d) এতে সহযােগিতার মনােভাব এবং দৈহিক ভারসাম্য বিকশিত হয়।
37. একজন শিক্ষকের পক্ষে সর্বাপেক্ষা প্রয়ােজনীয়:
(a) ক্লাসে শৃঙ্খলা রক্ষা করা
(b) ক্লাসে নিয়মানুবর্তী হওয়া
(c) ছাত্রদের সমস্যা দূর করা
(d) ভালাে বক্তা হওয়া
38. শিক্ষার মানােন্নয়নে প্রয়ােজন:
(a) ছাত্রদের নিয়মিত মূল্যায়ন
(b) শিক্ষকদের উচ্চ বেতনের ব্যবস্থা করা
(c) পাঠ্যক্রম পুনর্বিবেচনা করা
(d) ভালাে স্কুল বাড়ি নির্মাণ
39. শিক্ষার নতুন নীতির উদ্দেশ্য:
(a) সকলের জন্য শিক্ষার সমান সুযােগ তৈরি
(b) সমগ্র শিক্ষা-ব্যবস্থার সংশােধন
(c) শিক্ষার সঙ্গে কর্মসংস্থানের সংযােগসাধন
(d) শিক্ষা এবং ডিগ্রিলাভের মধ্যে সংযােগ বিচ্ছিন্ন করা
40. ক্লাসে ছাত্রদের আকর্ষণ ধরে রাখতে একজন শিক্ষক:
(a) ব্ল্যাকবাের্ড ব্যবহার করবেন
(b) আলােচনা করবেন
(c) গল্প করবেন
(d) প্রশ্ন করবেন
উত্তর :-
31) C
32) D
33)
34)
35)
36)
37)
38)
39)
40)
![]() |
| CHILD DEVELOPMENT PEDAGOGY |
বাকী আটটি প্রশ্নের উত্তর পরে দিয়ে দেওয়া হবে
আপনারা কমেন্টে চেষ্টা করুন।

Nice
ReplyDeletePost a Comment