শিশু শিক্ষা ও শিশু মনস্তত্ত্ব প্রশ্ন উত্তর | Practice Set 3 With Answers
21. মেয়েদের শিক্ষাকে অগ্রাধিকারের তালিকায় রাখা উচিত, কারণ:
(a) মেয়েরা ছেলেদের থেকে বেশি বুদ্ধিমান
(b) ছেলেদের তুলনায় মেয়েদের সংখ্যা কম
(c) অতীতে মেয়েদের তুলনায় ছেলেদের সবক্ষেত্রে অন্যায় অগ্রাধিকার দেওয়া হয়েছে
(d) সামাজিক পরিবর্তনে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে মেয়েরাই এগিয়ে থাকে।
22. ছাত্রদের বাড়ির কাজ (হােমওয়ার্ক) পরীক্ষা করার সর্বশ্রেষ্ঠ পদ্ধতিটি হল:
(a) ক্লাসের বুদ্ধিমান ছাত্রদের এই কাজের দায়িত্ব দেওয়া
(b) ক্লাসে দলবদ্ধভাবে ছাত্রদের দিয়ে বাড়ির কাজ পরীক্ষা করানাে
(c) নমুনা উত্তরের মাধ্যমে তাদের বাড়ির কাজ পরীক্ষা করা
(d) নিয়মিতভাবে শিক্ষকের দ্বারাই তাদের বাড়ির কাজ পরীক্ষা করানাে।
23. একজন ছাত্র তার শিক্ষককে সম্মান প্রদর্শন করে না। শিক্ষক কী করবেন?
(a) ছাত্রটিকে উপেক্ষা করবেন
(b) পরীক্ষায় তাকে কম নম্বর দেবেন
(c) ছাত্রটির পিতা-মাতা বা অভিভাবকের সঙ্গে কথা বলবেন
(d) ছাত্রটিকে তিরস্কার করবেন।
24. জীবনে সাফল্য পেতে ছাত্রদের কীভাবে উদ্দীপ্ত করা যেতে পারে?
(a) বাছাই পড়াশুনাে করতে বলে
(b) যখন সম্ভব তখন পড়াশুনাে করতে বলে
(c) নিবিড় পড়াশুনাে করতে বলে
(d) সশব্দে পড়তে বলে।
25. স্কুলে সাংস্কৃতিক কাজকর্ম পরিচালনার মূলে দায়িত্ব কার নেওয়া উচিত?
(a) প্রধানশিক্ষকের
(b) এই বিষয়ের শিক্ষকের
(c) যেসব শিক্ষক এতে আগ্রহী তাদের
(d) সমস্ত শিক্ষকের।
26. বইয়ে উল্লিখিত পদ্ধতি অনুসারে শিক্ষক সমস্যা সমাধান করতে শেখালেও একটি ছাত্র ভিন্ন পদ্ধতিতে সমস্যাটি সমাধানের চেষ্টা করে। ছাত্রটিকে:
(a) একই বিষয়ের অন্যান্য বই পড়তে নিরুৎসাহিত করা উচিত
(b) একই বিষয়ের অন্যান্য বই পড়তে উৎসাহিত করা উচিত
(c) ক্লাসের পর তার সঙ্গে কথা বলা উচিত
(d) পরীক্ষায় নম্বর পাওয়ার প্রয়ােজনে ক্লাসে দেখানাে পদ্ধতিই অনুসরণ করতে বলা উচিত।
27. একটি বিষয়ে পাঠদানের জন্য অভিজ্ঞ শিক্ষকদের বিস্তারিত পাঠদান পরিকল্পনা তৈরির প্রয়ােজন হয় না, কারণ:
(a) পরিকল্পনা ছাড়াই তারা সহজ পদ্ধতিতে শিক্ষাদান করতে পারেন
(b) ক্লাসে অনুসন্ধিৎসু শিক্ষকদের সংখ্যা অত্যন্ত কম
(c) তারা ভুল করলেও ছাত্রদের দিক থেকে কোনও প্রশ্ন আসে না
(d) অভিজ্ঞতা থাকায় তারা পাঠদানের প্রাথমিক পরিকল্পনা মনে মনে করে নিতে পারেন।
2৪. কম বয়সেই ছাত্রদের স্কুল ত্যাগ আটকানাে যায়:
(a) পাঠ্যক্রমের ভার কমিয়ে
(b) শিক্ষকদের সংবেদনশীলতার মাধ্যমে
(c) স্কুলে আকর্ষণীয় পরিবেশ তৈরি করে
(d) ছাত্রদের উৎসাহিত করার মাধ্যমে।
29. একজন আদর্শ শিক্ষক:
(a) পাঠ্যক্রম নির্দিষ্টভাবে অনুসরণ করেন
(b) ছাত্রদের শিখতে সাহায্য করেন
(c) ছাত্রদের বন্ধু, আদর্শস্থানীয় এবং পথপ্রদর্শক হন
(d) শৃঙ্খলা রক্ষা করেন।
30. ১৯৮৬-র শিশুশ্রম নিষিদ্ধকরণ আইন:
(a) ১৪ বছর বয়স পর্যন্ত সমস্ত শিশুর সব ধরণের শ্রমসাধ্য কাজ নিষিদ্ধ করে
(b) কেবলমাত্র ঝুঁকিবহুল কাজে শিশুদের অংশগ্রহণ নিষিদ্ধ করে
(c) স্কুলের সময়ে শিশুদের শ্রমদান নিষিদ্ধ করে
(d) নিয়ােগকারীদের ওপর শিশুদের শিক্ষার দায়িত্ব দিয়ে শিশুশ্রম নিষিদ্ধ করে।
উত্তর :-
21) D
22) D
23) A
24) C
25) A
26) B
27) D
28) D
29) C
30) A
.png)
Post a Comment