Lady Constable GK Questions 01 :
০১. জাতীয় ক্রীড়া দিবস কবে পালিত হয় ?
উত্তরঃ ২৯শে আগস্ট।
০২. রাইডার কাপ কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তরঃ গলফ।
০৩. WWW এর পুরো নাম কি ?
উত্তরঃ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব।
০৪. গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেন ?
উত্তরঃ বুদ্ধগয়া।
০৫. পশ্চিমবঙ্গের কোন জেলায় বনভূমির পরিমাণ সবচেয়ে বেশি ?
উত্তরঃ জলপাইগুড়ি।
০৬. প্রথম নোবেল পুরস্কার কত সালে প্রদান করা হয় ?
উত্তরঃ ১৯০১ সালে।
০৭. কোন ঘটনার পরে মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেছিলেন?
উত্তরঃ চৌরী-চৌরা ঘটনা।
০৮. হুমায়ুননামা গ্রন্থের রচয়িতা কে ?
উত্তরঃ গুলবদন বেগম।
০৯. প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদানের নাম কি ?
উত্তরঃ মিথেন।
১০. কেরালার স্থানান্তর কৃষির স্থানীয় নাম কি ?
উত্তরঃ পোনাম।
.jpeg)
Post a Comment