Class 7th Geography Chapter -7 Questions And Answers || সপ্তম শ্রেণীর ভূগোল সপ্তম অধ্যায় "জলদূষণ" প্রশ্ন উত্তর ||
⬛ অতি-সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর:প্রতিটা প্রশ্নের মান -1
1. জলদূষণ কাকে বলে ?
উঃ। নানা অবাঞ্ছিত রাসায়নিক বা জৈব পদার্থ ও জীবাণু জলে মিশলে তা মানুষ ও প্রাণীর ব্যবহারের অনুপযুক্ত হয়ে পড়ে এবং এর ফলস্বরূপ জলজ উদ্ভিদ ও প্রাণীসহ জীবজগতের ক্ষতির সম্ভাবনা দেখা যায়। একে জলদূষণ বলে।
2. পৃথিবীর কোন্ বিখ্যাত নদীগুলি অতিমাত্রায় দূষিত হয়ে পড়েছে?
উঃ। হোয়াংহো, টেমস, মিসিসিপি প্রভৃতি পৃথিবীর বিখ্যাত নদীগুলি অতিমাত্রায় দূষিত হয়ে পড়েছে।
3. জাপানে মিনামাটা উপসাগরে কী দূষণ ঘটেছিল?
উঃ। জাপানে মিনামাটা উপসাগরে পারদ দূষণ ঘটেছিল।
4. ভারতবর্ষে গঙ্গা ছাড়া আর কোন্ কোন্ নদীর জল দূষিত হয়ে পড়েছে?
উঃ। ভারতবর্ষে কৃষ্ণা, কাবেরী, গোদাবরী ও যমুনা নদীর জল দূষিত হয়ে পড়েছে।
5. সারে থাকা নাইট্রেট-এর কারণে কী কী ঘটতে পারে?
উঃ। সারে থাকা নাইট্রেট-এর কারণে ক্যানসার হতে পারে। এমনকি শিশুদের মাথায় রক্ত চলাচলে অসুবিধা ঘটায়।
6. পূর্ব কলকাতার জলাভূমিতে কীসের চাষ করা হয়?
উঃ। পূর্ব কলকাতার জলাভূমিতে মাছের চাষ করা হয়।
7. ক্যাডমিয়াম দূষণে কী অসুখ হয়?
উঃ। ক্যাডমিয়াম দূষণের ফলে ইতাই-ইতাই রোগ হয়।
৪. বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে প্রতিবছর সারা বিশ্বের কত শিশু কীভাবে মারা যায় ?
উঃ। প্রতি বছর সারা বিশ্বের প্রায় ৩০ লক্ষ শিশু ডাইরিয়া ও অন্যান্য জলবাহিত সংক্রামক অসুখে মারা যায়।
9. পৃথিবীর কতভাগ জল ও কতভাগ স্থল ?
উঃ। পৃথিবীর তিনভাগ জল ও একভাগ স্থল।
10. পৃথিবীতে কতভাগ স্বাদু জল রয়েছে?
উঃ। পৃথিবীতে 1 ভাগ জল স্বাদু জল রয়েছে যা হল নদীর জল ও ভূগর্ভের জল।
11. সব থেকে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ কী?
উঃ। স্বাদু জল সব থেকে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ।
12. পৃথিবীর অন্যতম সমস্যা কী?
উঃ। পৃথিবীর অন্যতম সমস্যা পানীয় জল বা বিশুদ্ধ স্বাদু জলের অভাব।
13. পৃথিবীর কোথায় কোথায় চরম জলসংকট দেখা গেছে?
উঃ। আফ্রিকা, পশ্চিম এশিয়া, অস্ট্রেলিয়া, দঃ আমেরিকার কিছু অঞ্চলে চরম জলসংকট দেখা গেছে। যায়।
14. জলে কোন্ রাসায়নিক পদার্থ দিলে জল বিশুদ্ধ করা যায়?
উঃ। জলে ক্লোরিন মেশালে জল বিশুদ্ধ করা যায়।
15. অ্যাকোরিয়ামের জলে ফিনাইল বা কেরোসিন তেল ফেলে দিলে কী হবে?
উঃ। অ্যাকোরিয়ামের জলে ফিনাইল বা কেরোসিন তেল ফেলে দিলে দূষণের কালে মাছগুলো সব মরে যাবে।
16. জলের বেশিরভাগ জীবাণু কোন্ পদ্ধতিতে নষ্ট হয়ে যায়?
উঃ। 100° সে. উয়তায় 10 মিনিট ফোটালেই জলের বেশিরভাগ জীবাণু নষ্ট হয়ে যায়।
17.পানীয় জল কোথা থেকে পাও ?
উঃ। নদী, পুকুর, নলকূপ ও টাইম কল থেকে।
18. পানীয় জলে কখনও ঘোলাটে ভাব, নোংরা, দুর্গন্ধ দেখেছ?
উঃ। কোনো কোনো সময় টাইম কলের জলে ঘোলাটে ভাব দেখেছি।
19.পানীয় জল কি কোনো উপায়ে বিশুদ্ধ করে তবে ব্যবহার করো?
উঃ। হ্যাঁ, জল ফুটিয়ে নিয়ে ব্যবহার করি।
20. গত তিনমাসে তোমার বাড়িতে পাড়ায় বা তোমার ক্লাসে কি কেউ পেটের অসুখ ডাইরিয়ায় ভুগেছে?
উঃ। বাড়িতে আমার ভাই এবং ক্লাসে দু-চারজন বন্ধু ডাইরিয়ায় ভুগেছে।
21.বাড়ির আবর্জনা, জঞ্জাল, কোথায় ফেলা হয় ?
উঃ
পাড়ায় জঞ্জাল ফেলার নির্দিষ্ট জায়গায় বা জমাদারের গাড়িতে।
22.বাড়ির শৌচাগারের জল কোথায় মেশে?
উঃ। রাস্তার নর্দমায় মেশে।
23. বাড়িতে প্রতিমাসে কতটা সাবান, শ্যাম্পু বা ডিটারজেন্ট ব্যবহার করা হয়?
উঃ। বাড়িতে প্রতিমাসে চারটি সাবান, এক শিশি শ্যাম্পু ও দুই কিলো ডিটারজেন্ট ব্যবহার করা হয়।
24. বাড়ির আশপাশের পুকুরে, জলাশয়ে কাপড়কাচা, গোরু-মোষ স্নান করানো হয়?
উঃ। না, হয় না।
25. আশেপাশে চাষের জমি থাকলে খোঁজ নিয়ে দেখো সারা বছরে কোন প্রকার রাসায়নিক সার কতটা ব্যবহার করা হয়?
উঃ। চাষের জমি যদিও অনেকটা দূরে আছে, তবুও কিছু কিছু রাসায়নিক সার সেখানে ব্যবহার করা হয়।
26
. বাড়ি বা স্কুলের আশেপাশে কোনো কারখানা থাকলে, জেনে দেখো কারখানার বর্জ্য জল কি শোধন করার ব্যবস্থা আছে?
উঃ। হ্যাঁ, কারখানা আছে। সব কারখানায় বর্জ্য জল শোধনের ব্যবস্থা নেই। দু-একটিতে আছে।
.jpeg)
.jpeg)
Post a Comment