Top Post

আমার স্ব রচিত একটি কবিতা।

 *সবুজ পাতার কান্না* 

      *অনুপম মোদক* 



সবুজ পাতার কান্না শোনো,

বুক ফাটা তার আর্তনাদ,

অকারণে কাটছো কেন,

করছো কেন সব বরবাদ?

গাছেরা তো বন্ধু মোদের,

দেয় যে তারা শীতল ছায়া,

অক্সিজেন দেয় বাঁচতে মোদের,

দূষণ করে দেয় যে কায়া।

গাছের ডালে পাখির বাসা,

তাদেরও তো আছে জীবন,

বৃক্ষ কেটে করছো ধ্বংস,

নিজেরই করো পতন।

গাছ লাগাও, গাছ বাঁচাও,

সবুজ পৃথিবী গড়তে চাও,

আসুন সবাই শপথ করি,

গাছ লাগিয়ে বাঁচতে দাও।


Post a Comment

Previous Post Next Post