![]() |
| File Image |
নিগমনগর:
গতকাল আমাদের ছোট্ট গ্রাম নিগমনগরে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হলো জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। এই উৎসবকে কেন্দ্র করে পুরো এলাকা জুড়ে এখন ৭ দিনের এক আনন্দঘন পরিবেশ বিরাজ করছে।
উৎসবের শুরুতেই অখণ্ড শ্রী চৈতন্য সম্প্রদায়ের সুপরিচালনায় জগন্নাথ দেবের একটি সুসজ্জিত রথ গ্রামের পথে বের হয়। এরপর ঘাটপরের রাধে রাধে সম্প্রদায়ের ব্যবস্থাপনায় আরও একটি মনোজ্ঞ রথযাত্রা অনুষ্ঠিত হয়। উভয় সম্প্রদায়ের এই প্রচেষ্টা গ্রামবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
রথযাত্রা চলাকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা লক্ষ্য করা যায়, যা সুষ্ঠুভাবে উৎসব পালনে সহায়ক হয়েছে। উৎসবকে ঘিরে এলাকাবাসীর মধ্যে যে উচ্ছ্বাস ও আনন্দ দেখা গেছে, তা ছিল চোখে পড়ার মতো। সকলে মিলেমিশে এই পবিত্র উৎসব উদযাপন করেছেন।
বিস্তারিত দেখুন ভিডিওতে
https://www.facebook.com/share/v/1ECXVQygqr/
(ভিডিও অর্ণব সরকার, সোশ্যাল মিডিয়া)

Post a Comment