ভেটাগুড়ি নিগমনগর এরিয়া কমিটির অন্তর্গত বুকস্টলের ৭ বছর পূর্তি ও উদ্বোধন

 

ভেটাগুড়ি নিগমনগর এরিয়া কমিটির অন্তর্গত বুকস্টলের ৭ বছর পূর্তি ও উদ্বোধন। 

ভেটাগুড়ি, ২৯ সেপ্টেম্বর:

সিপিআইএম কোচবিহার জেলা কমিটির সদস্যা শ্রীমতী সুজাতা চক্রবর্তী গত ২৯ সেপ্টেম্বর ভেটাগুড়ি নিগমনগর এরিয়া কমিটির অন্তর্গত নিগমনগরে একটি বুক স্টলের উদ্বোধন করেন। এই বছর এই বুক স্টলটি ৭ বছর পূর্ণ করল।

উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় মানুষ ও সিপিআইএম কর্মীরা উপস্থিত ছিলেন। সাত বছর ধরে এলাকার মানুষের মধ্যে পঠন-পাঠনের অভ্যাস ধরে রাখা এবং বই সহজলভ্য করার ক্ষেত্রে এই বুক স্টলটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানান শ্রীমতী চক্রবর্তী।



Post a Comment

Previous Post Next Post