দূর্গাপূজা আসে, দূর্গাপূজা যায়—
অনুপম মোদক
দূর্গাপূজা আসে, দূর্গাপূজা যায়—
বছর ঘুরে মা যখন আসেন ধরায়।
ঢাকের তালে নাচে মন, শিউলি ফুলের গন্ধ,
চারিদিকে উৎসবের সে কী আনন্দ!
আলো ঝলমলে গ্রাম শহর যখন মাতে খুশির সুরে,
পাশে আমার প্রিয়জনেরা, সব দুঃখ থাকে দূরে।
এই তো জীবন, এই তো বাঁধন, এই তো সে উৎসবের বেলা,
যেখানে মিলেমিশে চলে হাসির আর ভালোবাসার খেলা।
স্মৃতিতে ভাসে আনন্দ, যত উল্লাস,
থাকে না কোনো বিষাদ, শুধু বাঁচে ভালোবাসার আশ।
একসাথে কাটে দিন, একসাথে কাটে রাত,
ধরে হাতে হাত, হয় না যেন কোনোদিনও সাথ ছাড়া সাথ।
এই তো সৌরভ, সাগর, সঞ্জীব—থাকে পাশে সব দিন,
আনন্দ ভাগ করে নিয়ে হয় না কখনো ক্ষীণ।
বড়দের স্নেহমাখা ছায়া দেন তপন দাদা আর সম্রাট দাদা,
আরো কত মুখ আছে, কত আপনজন,
তাদের নাম উল্লেখ করে শেষ হবে না এই ক্ষণ।
সকলকে সঙ্গে নিয়ে এই শারদ উৎসবের বেলা,
এইভাবেই কাটুক যেন জীবনের সব খেলা।

Post a Comment