শারদ-আগমন
অনুপম মোদক
আকাশজোড়া মেঘের ভেলা, সে তো ভাসে,
একা একা দূরে যেন ভাসিয়া চলে।
হাওয়ায় হাওয়ায় শিউলি ঝরে যে নীরবে,
মাটির বুকে সাদা গন্ধ ছড়াইয়া।
নদীর তীরে কাশের বনে জাগে দোলা,
সোনারঙের রোদের হাসি মাখানো সেথা;
পাড়ার মোড়ে ঢাকের বাদ্যি শোনা যায়,
পূজার গন্ধ প্রাণে আনে কী সুরভি !
মনটা তখন উড়াল দিতে চায় একা,
যেন সেথা নতুন কোনো ভুবন আছে।
সেথায় বুঝি মা এসেছে আলোক-রূপা,
দূর করি যত দুঃখ, যত আঁধার।
শরৎ এলে প্রকৃতি হাসে কী খুশিতে,
এই আলো, এই আনন্দ, এই উৎসব।
এ যেন শুধু একটি দিনের অপেক্ষা,
যেখানে মন মুক্তি খুঁজে নেয় নিজেরই।

Post a Comment