নমুনা প্রশ্ন




 নীচের প্রশ্ন গুলির উত্তর লেখো :


১) নীচের বন্ধনীর সঠিক উত্তরটির মাথায় (✓) চিন্হ দাও :


ক) মানুষের ভাব বিনিময়ের প্রয়োজনে (ভাষা/কথা) গড়ে উঠলো। 

খ) ইংরেজদের মাতৃভাষা (ইংরেজি/হিন্দী)। 

গ) মহারাষ্ট্রের মানুষেরা (মারাঠি/পাঞ্জাবি) ভাষায় কথা বলে। 

ঘ) বাঙালি শিশুরা জন্মের পর (বাংলা/ইংরেজি) ভাষায় কথা বলে। 

২) নীচের শূন্যস্থান গুলি পূরণ করো :


ক) আমাদের মনের ভাব প্রকাশ করার জন্য আমরা........................ বলে থাকি। 

খ)  যে শব্দ  বা শব্দগুচ্ছের দ্বারা আমরা আমাদের মনের ভাবকে সুন্দর ভাবে প্রকাশ করতে পারি, তাকে আমরা বলি ..........................  ।

গ)  বাঙালি শিশুরা জন্মের পর যে ভাষায় কথা বলে তার নাম ...................................... ভাষা।

ঘ) এক - এক অঞ্চলের বাঙালিদের মুখে এক - এক রকম ................................. ভাষা শোনা যায়। 


৩) নীচের প্রশ্ন গুলির উত্তর লেখো :

ক) ভাষা কাকে বলে ?

=  যে শব্দ বা শব্দ গুচ্ছের দ্বারা আমরা আমাদের মনের ভাবকে সুন্দর ভাবে প্রকাশ করতে পারি, তাকে আমরা বলি ভাষা। 

খ) ভাষা কীভাবে সৃষ্টি হলো ? 

= মানুষের ভাব বিনিময়ের প্রয়োজনে ভাষা গড়ে উঠলো ।

গ)   মাতৃভাষা কাকে বলে ?

= মানুষ যেখানে জন্মগ্রহণ করে এবং প্রথম থেকে যে ভাষায় কথা বলতে শেখে সেটাই তার মাতৃভাষা।


ঘ) সাধু ভাষা কাকে বলে ? উদাহরণ দাও ।

= যে ভাষা সংস্কৃত - ঘেঁষা এবং যে ভাষাতে ক্রিয়াপদ ও সর্বনাম পদের পূর্ন - রূপ বর্তমান, গুরু গম্ভীর সেই লেখ্য ভাষাকে সাধু ভাষা বলে। উদাহরণ - মানব পিতার সহিত কলিকাতায় গিয়েছিল।

ঙ) চলিত ভাষা কাকে বলে ? উদাহরণ দাও ।

= যে সহজ, সরল ভাষায় মানুষ মনের ভাব প্রকাশ করে থাকে, তারই লিখিত রূপ হলো চলিত ভাষা । চলিত ভাষায় ক্রিয়াপদ ও সর্বনাম পদের সংক্ষিপ্ত রূপ ব্যবহার করা হয় । উদাহরণ - মানব বাবার সঙ্গে কলকাতায় গিয়েছিল।  

চ) বাঙালির মাতৃভাষা কী ?

= বাঙালির মাতৃভাষা হলো বাংলা ।

ছ) বাংলা ভাষা কোন কোন ভাষা থেকে সৃষ্টি হয়েছে ?

= বাংলা ভাষা সংস্কৃত ভাষা থেকে  সৃষ্টি হয়েছে। 

উত্তর :-

১)ক) ভাষা 

খ) ইংরেজি

গ) মারাঠি

ঘ) বাংলা 


২) ক) কথা। 

খ)  ভাষা। 

গ) বাংলা ভাষা। 

ঘ) উপভাষা ।


1 Comments

Post a Comment

Previous Post Next Post