প্রথম অধ্যায়, ইতিহাসের ধারণা, সপ্তম শ্রেণী, পর্ব - ৩ (MCQ)

 



অতিরিক্ত প্রশ্নোত্তর 

সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো


ক)    ১) ইতিহাসে (সময়/ঘটনা/দৈর্ঘ্য) মাপতে হলে চাই ..... মাপার হিসেব। 

২) ইতিহাসে প্রায় (সাতশো/হাজার/পাঁচশো)  বছরের কথা লেখা আছে। 

৩) চোল রাজারা (তাজমহল/ মন্দির ) বানিয়েছিলেন। 

৪) পুরোনো দিনের যেসব চিন্হ গুলি রয়েছে সেগুলি (অতীত/ভবিষ্যতের) কথা জানতে সাহায্য করে।  

উত্তর :-

১) সময়

২) হাজার

৩) মন্দির

৪) অতীতের।  


খ)                  'ক ' স্তম্ভের সাথে 'খ ' স্তম্ভ মেলাও 



উত্তর:-


গ) শূন্যস্থান পূরণ করো

১) ইতিহাস পড়তে গিয়ে গল্পের মতো মজা সবাই ..........................   

(২) ..........................   সাল মনে রাখা জরুরী। 

(৩) অনেককাল আগে  .......... নামের প্রচলন ছিল।  

(৪) মানুষের হাতে পড়ে ঐতিহাসিক উপাদান গুলি অনেক কিছুই আজ  ..................

(৫) টুকরো উপাদান দিয়ে ইতিহাসের ফাঁক ভরাট করার সময় .................. সাবধান থাকতে হয়।

(৬) পুরোনো দিনে শহর থেকে অচেনা কেউ গ্রামে এলে তাকে  .................. ভাবা হতো। 

(৭) দেশ বলতে অনেকেই তাঁদের .................. বোঝেন। 

(৮) .................. খ্রিস্টাব্দে খোদিত সাসানিয় শাসকের একটি শিলালিপি থেকে ' হিন্দুস্থান ' শব্দটির সাথে পরিচিত হই। 

(৯) ইতিহাসের সময়কে .................. যুগে ভাগ করা হয়। 

(১০) ঐতিহাসিক একজন ..................  ।


উত্তর:-

(১) পায় না। 

(২) একটু। 

(৩) খটোমটো। 

(৪) নেই। 

(৫) ঐতিহাসিককে। 

(৬) পরদেশি। 

(৭) আদি বাড়ি।

(৮) ২৬২। 

(৯) তিন। 

(১০) গোয়েন্দা। 


Tricks:-

পাঠ্য বইয়ের প্রশ্নোত্তর


১) " বাবার হইলো আবার জ্বর সারিল ঔষধে" - এই বাক্যটায় ছ - জন মুঘল সম্রাটের নামের হদিস লুকিয়ে আছে। দেখো যে নাম গুলি খুঁজে পাও কিনা ?

= এই ছ - জন মুঘল সম্রাট হচ্ছেন - বাবর, হুমায়ূন, আকবর, জাহাঙ্গীর, সাহজাহান, এবং ঔরঙ্গজেব। 


২) ভেবে বলতো  ইতিহাসে অনেক   সময়েই কেন  সাধারণ  মানুষ বা  শিল্পী দের নাম কোথাও পাওয়া যায় না ? 

=   শিল্প বা সাহিত্য বেশিরভাগই শাসকের গুণগানে ভরা। সেগুলোর সঙ্গে জুড়ে থাকতো শাসকের নাম। তাই ইতিহাসে সাধারণ মানুষ বা শিল্পীদের নাম কোথাও পাওয়া যেত না। 




ধন্যবাদ





1 Comments

Post a Comment

Previous Post Next Post