Top Post

রাজ্যের মুখ্যমন্ত্রীর পাঠানো চিঠি ও উপহার নিয়ে সমাজসেবক রাজা বৈদ্যের বাড়িতে কোচবিহারের সাংসদ

 



কোচবিহার:

দীর্ঘদিন ধরে সমাজসেবার কাজে যুক্ত থাকার স্বীকৃতিস্বরূপ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কোচবিহারের সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া বৃহস্পতিবার উপস্থিত হন সমাজসেবক রাজা বৈদ্যের বাসভবনে। কোচবিহার শহরের ১ নম্বর ওয়ার্ডে, ভারত ক্লাব সংলগ্ন রাজা বৈদ্যের বাড়িতে মুখ্যমন্ত্রীর পাঠানো চিঠি, উত্তরীয় ও উপহার তুলে দিয়ে তাঁকে সম্মাননা প্রদান করা হয়।

ছোটবেলা থেকেই সমাজসেবামূলক কাজে নিজেকে যুক্ত রেখেছেন রাজা বৈদ্য। তাঁর সামাজিক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ আজ কোচবিহারের এই সমাজসেবককে সম্মান জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

এ বিষয়ে রাজা বৈদ্য জানান, তাঁদের সংগঠন ব্লাড ডোনার অর্গানাইজেশন রাজ্যের বিভিন্ন জেলায় রক্তদান ও রক্ত সরবরাহের কাজে নিয়মিতভাবে যুক্ত। গত ১২–১৩ বছরে প্রায় ৩২–৩৩ হাজার ইউনিট রক্ত মানুষের কাছে পৌঁছে দিতে পেরেছেন তাঁরা। প্রতিদিন মুমূর্ষ রোগীদের রক্ত দিয়ে সহযোগিতা করা হয়। প্রতি মাসে ৬ থেকে ৭টি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। পাশাপাশি ডোনার ডেটা ব্যাঙ্ক তৈরি করে জরুরি অবস্থায় রোগীদের প্রাণরক্ষা করা হচ্ছে।

এছাড়াও সংগঠনের উদ্যোগে প্রতিবছর বিভিন্ন জেলায় ‘রক্তিম বাইক যাত্রা’, বিডিও পাঠশালা, ফুড এটিএম পরিষেবা সহ নানা সমাজসচেতনতামূলক কর্মসূচি পরিচালিত হয়। সম্প্রতি ডুয়ার্সে আয়োজিত সান্ধ্যকালীন রক্তদান শিবিরের জন্য ডুয়ার্স উৎসব কমিটির সম্মাননাও পেয়েছে সংগঠনটি।

রাজা বৈদ্য বলেন, “রাজ্যের মুখ্যমন্ত্রীর দেওয়া এই সম্মান আমাদের ভবিষ্যতে আরও বেশি করে সমাজসেবার কাজে যুক্ত থাকতে অনুপ্রেরণা জোগাবে। এই সম্মান ব্লাড ডোনার অর্গানাইজেশনের প্রতিটি সদস্যকে উৎসর্গ করছি।” পাশাপাশি তিনি কোচবিহারের সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়াকে কৃতজ্ঞতা জানান।

অন্যদিকে, সম্মাননা প্রদান অনুষ্ঠানে সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া বলেন, “সমাজসেবার নিরিখে রাজ্যের মুখ্যমন্ত্রীর পাঠানো উপহার ও সম্মাননা আজ রাজা বৈদ্যের হাতে তুলে দিতে পেরে আমরা গর্বিত। ব্লাড ডোনার অর্গানাইজেশন যেভাবে সমাজের জন্য কাজ করে চলেছে, ভবিষ্যতেও আমরা তাঁদের পাশে থাকব। ওরা আরও ভালো ভালো সমাজের কাজ করে এগিয়ে যাক—এটাই কামনা।”

Post a Comment

Previous Post Next Post