আর কয়েকদিন বাদেই সরস্বতী পূজা। বিদ্যার দেবীর আরাধনাকে ঘিরে ইতিমধ্যেই তৎপর হয়ে উঠেছে বিভিন্ন কুমোরটুলি। দিনরাত এক করে প্রতিমা গড়ার কাজে ব্যস্ত শিল্পীরা। মাটির ছাঁচে ধীরে ধীরে ফুটে উঠছে দেবী সরস্বতীর রূপ—কোথাও রঙের ছোঁয়া, কোথাও শেষ মুহূর্তের নিখুঁত কারুকাজ।
ছাত্রছাত্রীদের অন্যতম প্রিয় এই উৎসবকে কেন্দ্র করে প্রতি বছরই সরস্বতী প্রতিমার চাহিদা থাকে তুঙ্গে। এবছরও তার ব্যতিক্রম নয়। স্কুল, কলেজ, কোচিং সেন্টার থেকে শুরু করে বিভিন্ন ক্লাব ও সংগঠনের অর্ডারে ব্যস্ত শিল্পীরা। সময়ের সঙ্গে তাল মিলিয়ে নির্ধারিত সময়ের মধ্যেই প্রতিমা সম্পূর্ণ করতে চলছে জোরকদমে কাজ।
কুমোরটুলির অলিগলি জুড়ে এখন উৎসবের আগাম আমেজ। কাঁচা মাটির গন্ধ, তুলির আঁচড় আর শিল্পীদের নিপুণ হাতে তৈরি হওয়া প্রতিমাগুলি যেন জানান দিচ্ছে—বিদ্যার দেবীর আগমনের আর বেশি দেরি নেই। সরস্বতী পূজাকে ঘিরে কুমোরটুলি এখন পরিণত হয়েছে এক শিল্পনগরীতে, যেখানে প্রতিটি প্রতিমার সঙ্গে জড়িয়ে আছে শিল্পীদের শ্রম, বিশ্বাস আর ভক্তি।

Post a Comment