দিনহাটা:
শনিবার দিনহাটায় একযোগে অনুষ্ঠিত হল দুর্নিবার মাসিক ই-ম্যাগাজিনের সপ্তম বার্ষিক সংখ্যার আনুষ্ঠানিক প্রকাশ এবং কবি নাদিরা আজাদের স্মরণসভা। এই স্মরণসভাকে ঘিরে সাহিত্যপ্রেমী ও সংস্কৃতিচর্চার সঙ্গে যুক্ত বহু মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানটি বিশেষ তাৎপর্য লাভ করে।
স্মরণসভার পাশাপাশি প্রকাশিত হয় প্রয়াত কবি নাদিরা আজাদের শেষ কাব্যগ্রন্থ “আয়ুহীন”। কবির সাহিত্যকীর্তিকে স্মরণ ও সম্মান জানাতে আয়োজিত এই অনুষ্ঠানে দিনহাটার বহু বিশিষ্টজন অংশগ্রহণ করেন।
আলোচনায় বক্তারা নাদিরা আজাদের কাব্যশৈলী, তাঁর প্রতিবাদী সত্তা এবং বহুমুখী প্রতিভার বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা বলেন, সমকালীন সাহিত্যচর্চায় নাদিরা আজাদের কবিতা এক স্বতন্ত্র ও সাহসী কণ্ঠস্বর হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।
অনুষ্ঠানজুড়ে কবির স্মৃতিচারণা, সাহিত্য আলোচনা ও শ্রদ্ধার্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে নাদিরা আজাদের সৃষ্টিশীল জীবন ও সাহিত্য অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

Post a Comment